অভাবের সংসারে বিয়ে দেয়ায় যেন সমাধান ! 2 November 20218 November 2021 নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া গ্রামে বর্ষার সময় যোগাযোগের একমাত্র মাধ্যম নৌকা। অতিরিক্ত খরচ বাধা হয়ে দাঁড়ায় মেয়েদের স্কুলে যাওয়ার। অভাবের সংসারের মেয়েদের বিয়ে দেয়াকেই সমাধান ভাবেন অভিভাবকেরা। কম বয়সে বিয়ের কারণ বাড়ছে মাতৃমৃত্যুর ঝুঁকি।