আশ্রয়কেন্দ্রের টয়লেটে যেতে ভয় পায় নারীরা ! 3 November 20218 November 2021 দুর্যোগ প্রবণ বরগুনায় স্যানিটেশন ব্যবস্থা খুবই খারাপ। ২৫ শতাংশ পরিবার মোটামুটি মানের টয়লেট ব্যবহার করে। আর সাইক্লোন শেল্টারগুলোতে অনেক মানুষের জন্য মাত্র ২টি টয়লেট। নোংরা, অপরিচ্ছন্ন এবং অনিরাপদ হওয়ায় এসব টয়লেট যেতে ভয় পান নারীরা।