আশ্রয়কেন্দ্রে ধর্ষনের শিকার হয় নারীরা ! 9 November 202116 November 2021 দুর্যোগের সময় জীবন বাঁচাতে সবাই আশ্রয় নেন সাইক্লোন শেল্টারে। কিন্তু খুলনার কয়রায় আশ্রয়কেন্দ্রেই হয়েছে ধর্ষণের ঘটনা। নারী নির্যাতনের অভিযোগও অনেক। এসবের কোনো বিচার হয় না। আর পরিবারকে জানালে উল্টো দোষ চাপানো হয় নির্যাতনের শিকার নারীর উপর।