Friday, 27 September 2024

কাজের খোঁজে ছুটছে পুরুষ, স্কুল ছাড়ছে মেয়েরা !

সুন্দরবনের কাছে সাতক্ষীরা শ্যামনগর উপজেলার গাবুরা গ্রামটি। প্রাকৃতিক দুর্যোগ প্রবণ এলাকার বেশির ভাগ জনগোষ্ঠি দরিদ্র।

তাই এক এলাকা ছেড়ে কাজের খোঁজে অন্য এলাকায় যান অনেকেই। তখন পরিবারের মেয়ে শিশুটির আর পড়ালেখা করা হয় না। এভাবে স্কুল থেকে ঝরে পড়ছে মেয়েরা।

CCD Bangladesh © 2024 All Rights Reserved.