জলবায়ু পরিবর্তন ভেঙ্গে দিচ্ছে কন্যা শিশুদের স্বপ্ন

জলবায়ু পরিবর্তনের ফলে নানা ধরণের প্রাকৃতিক দূর্যোগ বারবার আঘাত হানছে উপকূলীয় জেলা বরগুনায়। এরফলে মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত এবং দরিদ্র থেকে অতি দরিদ্র হচ্ছে দূর্যোগপ্রবণ এই এলাকার মানুষ।

দায় ও দেনা শোধ করার জন্য কন্যা শিশুদের অল্প বয়সে বিয়ে দিতে বাধ্য হচ্ছেন অভিভাবকরা।

এতে ভেঙ্গে চুরমার হয়ে পড়ছে কমলমতি কন্যা শিশুদের দু’চোখ ভরা স্বপ্ন।

CCD Bangladesh © 2023 All Rights Reserved.