Saturday, 7 September 2024

টয়লেট না থাকায় নারীদের পোহাতে হয় চরম ভোগান্তি

বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের অন্যতম ক্ষতিগ্রস্থ এলাকা হচ্ছে সর্ব দক্ষিনের উপকুলীয় জেলা বরগুনা। প্রাকৃতিক দূর্যোগ যেনো এখানে নিয়মিত ব্যাপার। যে কোনো দূযোর্গ এলেই এখানকার মানুষ প্রাণে বাঁচতে ঠাঁয় নেন আশ্রয় কেন্দ্রগুলোতে।

কিন্তু আশ্রয় কেন্দ্রগুলোতে নারী পুরুষের জন্য পৃথক টয়লেট না থাকায় নারীদের পড়তে হয় চরম বিপাকে।

এছাড়া অপরিচ্ছন্ন টয়লেট ব্যবহার করে এবং সময়মত বাথরুম সারতে না পেরে নারীরা আক্রান্ত হোন মুত্র ও প্রজনন স্বাস্থ্যজনিত রোগে।

CCD Bangladesh © 2024 All Rights Reserved.