Friday, 8 December 2023

পিরিয়ড আতংকে ভূগছে নারীরা!

জলবায়ু পরিবর্তন পাল্টে দিয়েছে রাজশাহীর বরেন্দ্র এলাকার পানি ব্যবস্থাপনা। ভূগর্ভস্থ পানির স্তর অনেক নীচে নেমে যাওয়ায় বেশীরভাগ টিউবওয়েল দিয়ে পানি উঠেনা।

ফলে নারীদের দূরদূরান্তের গভীর নলকূপ থেকে খাবার পানি সংগ্রহ করতে হয়। প্রসূতি নারীরা আতংকে ভূগেন দূরদূরান্ত থেকে পানি আনার জন্য।

কেননা পানি আনার ফলে প্রসূতি নারীদের গর্ভপাতসহ অন্যান্য প্রজনন স্বাস্থ্য সংক্রান্ত রোগে ভূগতে হচ্ছে।

CCD Bangladesh © 2023 All Rights Reserved.