Saturday, 8 February 2025

পুরুষরা ঘর ছাড়ায় নারীরা পড়ছেন চরম বিপাকে?

জলবায়ু পরিবর্তনের অন্যতম ক্ষতিগ্রস্থ এলাকা হচ্ছে রাজশাহীর চর মাঝাড়দিয়া। খরা, নদী ভাঙ্গন, বন্যা ও জলবদ্ধতা এখানকার মানুষের জীবনকে প্রচন্ড অসহায় করে ‍তুলেছে।

ফলে এখানকার পুরুষরা স্ত্রী সন্তানদের ফেলে শহরে পাড়ি দিয়ে নতুন সংসার গড়ছেন। ফলে চরের নারীরা পড়ছেন চরম বিপাকে।

সংসার চালানোর এবং সন্তানদের মানুষ করার দায়িত্ব কাঁধে তুলে নিতে হচ্ছে তাদের। এতে নারীরা অসহায় জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন।

CCD Bangladesh © 2025 All Rights Reserved.