বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের অন্যতম প্রধান ক্ষতিগ্রস্থ এলাকা হচ্ছে খুলনার দাকোপ এলাকা। এখানকার জমিতে লবণাক্ততা থাকায় উৎপাদন হয়না শাকসবজি।
অতি দারিদ্রতার কারনে দুধ, ডিম, মাংশ খাওয়ারও সামর্থ নেই এখানকার গর্ভবতী নারীদের। যার ফলে মারাত্বক পুষ্ঠিহীনতায় ভূগায় গর্ভবতী নারীরা, জন্ম দিচ্ছেন বিকলাঙ্গ ও অপু্ষ্ট শিশু।