Saturday, 9 August 2025

মাসিকের সময়ে পেট ব্যথা, জ্বালাপোড়া, চুলকানি হয়!

পিরিয়ড বা মাসিক স্বাভাবিক বিষয় হলেও তা নিয়ে কথা বলতে সংকোচবোধ করেন অনেক মেয়ে।

কুড়িগ্রামের চিলমারী উপজেলার অষ্টমীর চরের মেয়েরা স্যানেটারি প্যাডের বদলে পুরোনো, নোংরা ও ভেজা কাপড় ব্যবহার করে।

এতে নানা ধরনের সমস্যায় পড়েন তারা। কিন্তু সেই কথা বলতে পারেন না কাউকে।

CCD Bangladesh © 2025 All Rights Reserved.