মেয়েদের পিরিয়ডের সময় যে ধরণের যত্ন ও পরিচর্চা দরকার হয়, সে সম্পর্কে কিছুই জানে উত্তরের জেলা কঁড়িগ্রামের চিলমারী অষ্ঠমি চরের মেয়েরা।
এমন কি তারা চেনে না স্যানেটারি ন্যাপকিন বা প্যাড। পিরিয়ডের সময় এখানে সবাই কাপড় ব্যবহার করায় ভূগছে বিভিন্ন যৌন রোগে।