লবণাক্ত পানির কারণে খিঁচুনি, উচ্চ রক্তচাপ বাড়ছে নারীদের ! 10 November 202116 November 2021 সাতক্ষীরার শ্যামনগরের নারীরা গর্ভাবস্থায়ও লবণাক্ত পানি পান করেন। যে কারণে খিঁচুনি ও উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন তারা। এমনকি বাড়ছে গর্ভপাতের ঘটনা। বিশেষজ্ঞরা বলছেন, বৃষ্টির পানি সংরক্ষণের প্রকল্প বাড়াতে হবে।