সাতক্ষীরার শ্যামনগরের নারীদের অনেকেই কাজ করেন চিংড়ির ঘেরে। লবণাক্ত পানিতে দিন ভর থাকাসহ বিভিন্ন কাজে ব্যবহার করতে হয় সেই পানি।
একই সাথে খাবার পানির মাধ্যমেও তারা মাত্রাতিক্ত লবণ গ্রহণ করেন। এতে গর্ভপাতের পাশাপাশি খিঁচুনি ও উচ্চ রক্তচাপের মতো সমস্যায় ভুগেন নারীরা।