বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রধানতম ক্ষতিগ্রস্থ এলাকা হচ্ছে খুলনার কয়রা এলাকা। পুরো এলাকার চারিপার্শ্বে পানি আর পানি, কিন্তু মারাত্বক লবণাক্ত। ফলে এই পানি খাওয়া বা রান্নার জন্যও ব্যবহার করা যায় না।
সুপেয় পানির একটি মাত্র উৎস গভীর নলকূপ। কিন্তু সব গভীর নলকূপ দিয়ে উঠেনা সুপেয় পানি। এলাকার সামান্য কয়েকটি নলকূপে সুপেয় পানি পাওয়া যায়।
ফলে দূরদূরান্তের এই নলকূপগুলো থেকে ঘন্টার পর ঘন্টা পায়ে হেঁটে পানি সংগ্রহ করতে আনতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন নারীরা।