জলবায়ু পরিবর্তনের ফলে মারাত্বকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে উত্তরের জেলা কুড়িগ্রামের চীলমারী। অতি বন্যা ও নদী ভাঙ্গন পাল্টে দিয়েছে এই এলাকার কন্যা শিশুদের জীবন। স্কুলে কন্যা শিশুদের উপস্থিতি ক্রমশ কমে যাচ্ছে এখানে।
এর মূল কারণ বাল্য বিয়ে। চতূর্থ শ্রেণীর গন্ডি পেরুনের আগেই এখানে বিয়ে দেয়া হচ্ছে ছোট ছোট কমলমতি কন্যা শিশুদের।
এরফলে তাদের জীবন থমকে যাচ্ছে, লেখাপড়া করে বড় হওয়ার স্বপ্নের মৃত্যু ঘটছে।