৩ কিলোমিটার হাঁটতে হয় পানির জন্য ! 6 November 202114 November 2021 জলবায়ু পরিবর্তনের প্রভাবে সাতক্ষীরার শ্যামনগরের মাটিতে লবণাক্ততা বেড়েছে, নীচে নেমে গেছে পানির স্তর, টিউবয়েলের পানিতে মিলেছে আর্সেনিক। সুপেয় পানির সংকট, ভোগান্তির পাশাপাশি বাড়িয়েছে নারীর কাজের চাপ।