লুকমি খাতুনের বয়স উনিশ। দুই সন্তানের মা। একবছর হলো স্বামী ছেড়ে চলে গেছে। ৩য় শ্রেণিতেই তার বিয়ে হয়ে যায়।
একই রকম গল্প শোনা যাবে নোয়াখালীর হাতিয়া উপজেলার শুন্যের চর গ্রামের বেশির ভাগ পরিবারে। চতুর্থ থেকে পঞ্চম শ্রেণিতে না উঠতেই বিয়ে দিয়ে দেয়া হয় বেশির ভাগ মেয়ের।