Sunday, 10 August 2025

মহানগরীর পাশেই আজব এক জগত?

জলবায়ু পরিবর্তনের অন্যতম ক্ষতিগ্রস্থ এলাকা হচ্ছে রাজশাহীর চর খিদিরপুর। বর্ষাকালে নদী ভাঙ্গনে আর খরার সময় উত্তপ্ত বালির গরমে অসহায় এখানকার মানুষ।

চিকিৎসার কোনো ব্যবস্থা না থাকায় সবচেয়ে দূর্ভোগ পোহাতে হচ্ছে এখানকার নারীদের। বিশেষ করে গর্ভবতী ও প্রসূতি নারীদের কাছে এই এলাকাটি যেনো মৃত্যুর জগত।

CCD Bangladesh © 2025 All Rights Reserved.