Sunday, 10 August 2025

১২ বছর হলেই যেখানে বিয়ের পিড়িতে বসতে হয় মেয়েদের!

জলবায়ু পরিবর্তনের মারাত্বক ক্ষতি শিকার রাজশাহীর চর রাজাপুর। প্রচন্ড খরা, নদী ভাঙ্গন আর বন্যার মত প্রাকৃতিক যুদ্ধের সাথে লড়াই করে টিকে আছেন এই চরের মানুষ।

কিন্তু এই লড়াই বাড়িয়ে তুলেছে মেয়েদের বাল্যবিবাহ। ১২ বছর হলেই মেয়েদের বিয়ে দেয়া যেন এখানে নিয়মে পরিণত হয়েছে।

CCD Bangladesh © 2025 All Rights Reserved.