আমাদের অসংখ্য কন্যাশিশুদের দু’চোখ জুড়ে থাকা সোনালী স্বপ্নগুলো ভেঙ্গে দিচ্ছে বাল্যবিবাহ।
কেন এই কন্যাশিশুদের দেয়া হচ্ছে বাল্যবিবাহ?
এর মূল কারনগুলোই বা কি? এই সব প্রশ্নের উত্তর জানতে ১৯ ফেব্রুয়ারী শুক্রবার রাত ৮:০০ টায় রেডিও পদ্মা ৯৯.২এফএম-এ অনুষ্ঠিত হয় বিশেষ অনুষ্ঠান “আমাদের কন্যাশিশু”।