Sunday, 10 August 2025

আমাদের কন্যা শিশুদের বাঁচান!

আমি ডাক্তার হতে চাই

আমি শিক্ষক হতে চাই

আমি পাইলট হতে চাই

আমি ব্যবসায়ী হতে চাই

আমি ইঞ্জিনিয়ার হতে চাই

আমি রাজনীতিবিদ হতে চাই

আমি আইনজীবী হতে চাই

আমি লেখক হতে চাই

আমি আর্মি অফিসার হতে চাই

আমি সাংবাদিক হতে চাই

করোনা মহামারির মাঝেও আমরা প্রতিদিন অসংখ্য কোমলমতি কন্যা শিশুদের বাল্যবিয়ে দিয়ে তাদের সুন্দর ভবিষ্যত ধ্বংস করে দিচ্ছি। হত্যা করছি তাদের দুচোখ জুড়ে থাকা সোনালী স্বপ্নগুলো।

আমরা এখন বিয়ে করতে চাই না। পড়ালেখা শেষ করে আমাদের স্বপ্নগুলো পূরণ করতে চাই। বাল্য বিয়ের কবল থেকে আমাদের বাঁচান।

হে বাংলার দামাল তরুণেরা জেগে ওঠো। কন্যাশিশুদের বাল্য বিয়ে প্রতিরোধে আওয়াজ তোলো, রুখে দাঁড়াও। তোমাদের আশেপাশে বাল্যবিয়ের খবর পেলে সাথে সাথেই কল করো ১০৯ অথবা ৯৯৯ টোল ফ্রি ফোন নম্বরে।

করোনা মহামারিকালে বাল্যবিবাহ প্রতিরোধে, জাগো সবাই ঘরে ঘরে।

CCD Bangladesh © 2025 All Rights Reserved.