সুমাইয়া হালিম একজন কর্মজীবী নারী হিসেবে পথে চলতে গিয়ে যৌন হয়রানির স্বীকার হয়েছেন বহুবার কিন্তু চুপ করে থাকেননি তিনি। দিয়েছেন কড়া জবাব। তানিয়া সুলতানা, দিনের শুরু থেকে শেষ অব্দি অফিস বাসা সবকিছু সামলে বিভিন্ন সামাজিক সংগঠনে কাজ করেন , ক্লাসরুমে লেকচার দেওয়া থেকে শুরু করে খেলার মাঠেও তার দূর্বার পদচারণা। শাহানা আফরিন দিনাও আপোসহীন থাকেন ঘরে বাইরে নিজের দায়িত্ব পালনে। ইয়াসমিন নাহার নারী নেতৃত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে মনে করেন আপোসহীন হওয়াকে।
চারজন ভিন্ন ভিন্ন পেশায় কর্মরত এই নারীরা প্লাটিনাম জুবিলী উইমেন লিডারশিপ প্রোগ্রামের অংশগ্রহণকারী। তারা প্রত্যেকেই তাদের নিজেদের জায়গায় আপোসহীন হয়েই ভেঙে দিচ্ছেন সকল পক্ষপাত এবং দৃপ্ত পদক্ষেপে এগিয়ে চলছেন সমতার লক্ষে।
চলুন তাদের গল্প শুনে আসি তাদের মুখ থেকেই।
আপোষহীন সকল নারীদের জানাই আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা।