Friday, 29 November 2024

নারী আমাদের প্রয়োজনীয় শক্তি

করোনা মহামারীকালে নারীর প্রতি শারীরিক ও মানসিক অত্যাচার, নির্যাতন ও নিপীড়নের ঘটনা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।

নারী আমাদের প্রয়োজনীয় শক্তি, আমাদের মা, স্ত্রী, বন্ধু এবং নেতা।

তাই আসুন নারীর প্রতি সকল ধরণের নিপীড়ন ও হয়রানীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি
স্বোচ্চার হই এবং এভাবেই নারীকে সমর্থন করি।

নিপীড়নের শিকার হওয়া নারীদের পাশে দাঁড়াই।

তাদের আইনগত সহায়তা ও ন্যায্য বিচার পেতে সাহায্য করি।

আপনার আশেপাশে নারীর প্রতি যেকোন ধরণের নিপীড়নের সংবাদ পেলে সাথে সাথে কল করুন ১০৯ অথবা ৯৯৯ নম্বরে।

CCD Bangladesh © 2024 All Rights Reserved.