পৃথিবীটা শক্তের ভক্ত, নরমের জম। নির্যাতন প্রসঙ্গে প্রধান টার্গেট হন নারী ও কন্যা শিশু। নারী ও কন্যা শিশুর ওপর নির্যাতন প্রতিরোধের উপায় নিয়ে বিস্তারিত কথা বলতে রেডিও পদ্মা ৯৯.২ এফএম-এ প্রচারিত হয় বিশেষ লাইভ অনুষ্ঠান ‘নারীকন্ঠ’-
১। জনাব হাসান রাজিব, সিনিয়র রিপোর্টার, স্পাইস টিভি
২। জনাব রাশেদ রিপন, পরিচালক, পরিবর্তন, রাজশাহী
৩। জিন্নাত আরা সুমু, রাজশাহী মহানগর শাখা আহ্বায়ক, বাংলাদেশ ছাত্র ফেডারেশন।
ফোনে যুক্ত আছেন-
৪। ইসমত আরা বেগম, পাবলিক প্রসিকিউটর, সাইবার ট্রাইবুন্যাল, রাজশাহী।
অনুষ্ঠানটি প্রচারে সহযোগিতা করছে জেলা তথ্য অফিস রাজশাহী, ইউরোপীয় ইউনিয়ন এবং ইউনিসেফ।