রেডিও পদ্মা মানেই সৃষ্টি সুখের উল্লাসে মেতে উঠা তারুণ্যের জয়গান।
প্রান্তজনদের বিনোদন ও তথ্যদানে নিবেদিত থাকা তারুণ্যের প্রয়াস।
কন্ঠহীনদের কন্ঠ জাগিয়ে তোলার ভয়হীন পাটাতন।
দেশজ ও লোকজ সংস্কৃতি চর্চার অপার সম্ভাবনার প্লাটফর্ম।
মুক্তিযুদ্ধের চেতনাকে সদা উজ্জীবিত রাখার জাগ্রত কান্ডারী।
আপনার কথা বলতে থাকার দূর্দান্ত প্রচেষ্টার উদ্যেমী উদ্যোগ।