বাংলাদেশে “প্রথম কমিউনিটি বেতার” হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ইতিহাস গড়েছিল রেডিও পদ্মা ৯৯.২এফএম।
ঠিক একই ভাবে দেশে “প্রথম ভিজ্যুয়াল কমিউনিটি বেতার” হিসেবেও যাত্রা শুরু করে নতুন অধ্যায় রচনা করেছে রেডিও পদ্মা ৯৯.২এফএম।
এখন প্রতিদিন সন্ধ্যা ৭:১৫ টায় এবং রাত ৯:১৫ টায় ফেসবুক পেইজে (www.facebook.com/radiopadma) এবং ইউটিউব চ্যানেলে (www.youtube.com/padmanews) লাইভ নিউজ সম্প্রচার করা হচ্ছে।
মাঝে মধ্যে বিশেষ কিছু লাইভ অনুষ্ঠানও ফেসবুক পেইজে ও ইউটিউব চ্যানেলে সম্প্রচার করা হচ্ছে।
রেডিও পদ্মা ৯৯.২এফএম-কে সত্যিকার অর্থে কার্যকর “ভিজ্যুয়াল রেডিও” হিসেবে গড়ে তোলার জন্য নানা পরীক্ষা নিরীক্ষা পর্ব চলছে এখন।
কাজেই এখনই আপনার এবং আপনাদের সকলের মূল্যবান পরামর্শ ও দিকনির্দেশনা আমাদের অত্যন্ত প্রয়োজন। আশা করি আমাদের এই পরীক্ষা নিরীক্ষা পর্বেও আপনাদের সকলকে আমরা পাশে ও সাথে পাবো।
আমরা এগিয়ে যেতে চাই আপনাদের সাথে নিয়ে।
আপনাদের সহযোগিতা ও অনুপ্রেরণা আমাদের সৃজনশীল এবং কার্যকর একটি “ভিজ্যুয়াল রেডিও” গড়ে তুলতে সহায়ক হবে।
আপনাদের মূল্যবান পরামর্শ ও দিকনির্দেশনার অপেক্ষায় রইলাম।
ভাল থাকুন-সুস্থ থাকুন।
সব সময় আমাদের সাথেই থাকুন।