ঈদ উৎসবের পর এখন একটু সাবধান হোন

ঈদ শেষ হলেও চারপাশে এখনও রয়ে গেছে ঈদের আমেজ । চলছে একে অপরের বাসায় নিমন্ত্রণ-আড্ডা-ঘোরাঘুরি এবং বিয়ের অনুষ্ঠানে যোগ দেয়ার ধুম। কিন্তু আমরা ভুলে যাচ্ছি, এসব সামাজিক অনুষ্ঠান ও জনসমাগম বাড়িয়ে দিচ্ছে করোনার ঝুঁকি।

আসুন, মহামারির এ সময়ে কোলাহল, আড্ডা ও সামাজিক সব অনুষ্ঠান এড়িয়ে চলি। ফোনে বা ভিডিও কলেও নেয়া যেতে পারে আত্মীয় স্বজনদের খোঁজ-খবর।

ঈদ উপলক্ষে যারা ভ্রমণ করেছি তারা অন্যদের সুস্থ্য রাখতে কিছুদিন আলাদা থাকি। অসুস্থবোধ করলে দেরি না করে সাথে সাথে করোনার নমুনা পরীক্ষা করাই এবং স্বাস্থ্যবিধি মেনে চলি সব সময়।

মনে রাখবেন, আপনার একটুখানি সচেতনতা বাঁচাতে পারে আপনার ও আপনার পরিবারের সদস্যদের অমূল্য জীবন।

CCD Bangladesh © 2023 All Rights Reserved.