বন্ধুরা সময় অল্প, তাই অযথা গল্প বাদ দিয়ে জেনে নেই করোনাভাইরাস থেকে বাঁচার উপায়
১ নম্বর উপায়
ঘরে থাকবো, নিরাপদে থাকবো
২ নম্বর উপায়
জরুরি সময়ের জন্য বাহিরে যদি যেতেই হয়, মাস্ক যেন মুখে থাকে আর একে-অপর থেকে কমপক্ষে ৩ ফুট দূরে থাকতে হবে
৩ নম্বর উপায়
১০০ ভাগ নিরাপদ থাকার জন্য বাসায় ঢুকেই প্রথমেই সাবান-পানি দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড ধরে হাত ভালো করে ধুবো। ভালো করে হাত ধোয়ার আগে দরজা বা অন্যকিছু ধরা যাবে না। এরপর বার বার সাবান ও পানি দিয়ে হাত ধুতে ভুলো না।
জানিয়ে দিলাম, করোনাভাইরাস থেকে বাঁচার সহজ উপায়।