করোনার হাত ধরে চলা
স্বজনের হাত ছেড়ে দেয়া
গৃহবন্দি হয়ে থাকা
ব্যস্ত জীবনেরই চাকা
এ সময় আলোটাতো জ্বালো
বুকের মাঝে আশাটাকে রেখো
হো… নীল স্নিগ্ধ আগামী
ঘরে ফিরবেই ঠিকই
করোনার আদর্শে একতা
দেখো বিচারে কত তার সমতা
প্রধানমন্ত্রী-রাজা-প্রজা
পেয়েছে একই মাপের সাজা
আমি কি এমন মানুষ হতে পারবো
ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মেলাবো
ধর্ম-বর্ণ নির্বিশেষে
সাম্যের গান গাইবো
নিপাত যাক করোনা
হাল তুমি ছেড়ে না
আশা ছেড়ে দিও না
করোনা দেখো রবে না
করোনা ভাইরাসে সবচেয়ে বেশি ঝুঁকিতে তরুণরা। কারণ স্বাস্থ্যবিধি না মেনেই তোমরা ঘরের বাইরে যাচ্ছো, আড্ডা দিচ্ছো। এতে নিজের পাশাপাশি সংক্রমণের ঝুঁকিতে পড়ছে তোমাদের পরিবারও।
তরুণ বন্ধুরা, জেগে ওঠো-রুখে দাঁড়াও, স্বাস্থ্যবিধি মানো, গুজব ও ভুল তথ্য থেকে সতর্ক হও।
সচেতন করো অন্যদের।
কারণ করোনার বিরুদ্ধে যুদ্ধে তোমরা তরুণরাই প্রধান শক্তি।
ধর্ম-বর্ণ ভুলে তোমাদের চেষ্টায় সম্ভব হবে করোনা মোকাবিলা।