Tuesday, 8 October 2024

নারীর মর্যাদা রক্ষা করা মানব সভ্যতার জন্য জরুরী!

মানব সভ্যতা রক্ষা করার জন্য নারীর অবদান সবচেয়ে বেশি। সুতরাং এই নারীর মর্যাদা রক্ষা করা শুধু নারীর জন্য নয়, মানব সভ্যতার জন্য এই জায়গাটা রক্ষা করা জরুরী।

এই করোনা পরিস্থিতি যেন নারীকে অবদমন না করে, পুরুষকেও শিখতে হবে নারীর মর্যাদার জায়গাটা অবমাননা না করা।

নারী-পুরুষের সম্মিলিত জীবন পরিবারে যেমন থাকবে, সমাজে সেইভাবে থাকবে।

আমরা যেন এই করোনা পরিস্থিতিকে কাটিয়ে উঠে, আমাদের জীবনকে রক্ষা করার প্রেরণা লাভ করি।

সেলিনা হোসেন, বিশিষ্ট কথাসাহিত্যিক

CCD Bangladesh © 2024 All Rights Reserved.