সংসার সুখের হয়, সবার অংশগ্রহণে! 20 April 202126 April 2021 করোনা মহামারি মোকাবিলায়, সারা দেশে চলছে লকডাউন। পরিবারের সদস্যরা বেশিরভাগ সময়ে বাড়িতে থাকায় ঘরের ও গৃহস্থালি কাজের চাপ বেড়েছে নারীর ওপর। আসুন ঘরের কাজেও আমরা সবাই মিলে অংশ নিই। নারীর প্রতি মানবিক হই এবং সবাই মিলে মোকাবিলা করি করোনা মহামারি।