Saturday, 9 August 2025

আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন

ভালো থাকুক পৃথিবী

ভালো থাকুক সবাই

ভালো থাকুক বাংলাদেশ

ভালো রাখি সবাই

জানি এ মেঘ সরে যাবে

আকাশ থেকে অচিরেই

নতুন দিনে নতুন সূর্য্য

উঠবে আবার উঠবেই

তাই সবাই চলো ঘরে থাকি

করোনাকে একসাথে দুরে রাখি

নয়…. নয়….. নয় ভয় নয়

সচেতনতায় করবো করোনাকে জয়

ভালো থাকুক বাংলাদেশ

ভালো রেখি সবাই

আপনি ভালো থাকলেই ভালো থাকবে আপনার প্রিয় বাংলাদেশ। করোনা মহামারিকালে ভালো থাকতে হলে বাড়ির বাইরে গেলে সবসময় মাস্ক পরতে হবে। ঘন ঘন সাবান পানি দিয়ে হাত ধুতে হবে এবং সামাজিক দুরত্ব মেনে চলতে হবে।

তবেই আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনার কারণে ভালো থাকবে প্রিয় বাংলাদেশ।

আসুন নিজে ভালো থাকি সুস্থ থাকি, বাংলাদেশকে করোনামুক্ত করতে সহায়তা করি

প্রচারে: জেলা তথ্য অফিস, রাজশাহী ও রেডিও পদ্মা ৯৯.২ এফএম, সহযোগিতায়: ইউনিসেফ

CCD Bangladesh © 2025 All Rights Reserved.