Saturday, 9 August 2025

এবারের ঈদটা একটু অন্যরকম!

এবারের ঈদটা একটু ভিন্নরকম।

করোনা মহামারির এই সময়ে ভিড় ঠেলে বাড়ি ফেরার অর্থ হয়ে উঠতে পারে আপনার পরিবারকে বিপদের দিকে ঠেলে দেয়া। কেনাকাটা বা বেড়ানোর জন্য ঘরের বাইরে বের হওয়ার অর্থ হতে পারে আপনার প্রিয়জনকে স্বাস্থ্যঝুঁকিতে ফেলা।

তাই, এই ঈদে যেখানে আছেন সেখানেই থাকুন। আশেপাশে তাকিয়ে দেখুন, এই ঈদে অনেক পরিবারের দিন কাটছে কষ্টে। ভালো খাবারের বদলে অনেকের চিন্তা কাল খাবার জুঁটবে কিনা?

আসুন, খেয়াল করি; আমাদের আশেপাশের প্রান্তিক মানুষগুলো কেমন আছেন? কেমন আছেন ধর্মীয় সংখ্যালঘু মানুষেরা? কিভাবে কাটছে হরিজন, রবিদাস বা অন্যান্য নৃ-গোষ্ঠীর মানুষের দিন? আজ কি রান্না হলো আমাদের সমাজের একজন হিজড়া সদস্যের হাঁড়িতে?

আসুন, একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিই সুবিধাবঞ্চিত এই মানুষগুলোর দিকে। তাদের সাথে ভাগাভাগি করে নিই ঈদের আনন্দ। আমরা সবাই মিলে চেষ্টা করলে নিশ্চয়ই এই মানুষগুলো কিছুটা হলেও কাটিয়ে ওঠতে পারবে করোনা মহামারির প্রভাব।

CCD Bangladesh © 2025 All Rights Reserved.