Saturday, 9 August 2025

সাবধান! শিশুরাও এখন করোনায় আক্রান্ত হচ্ছে!

করোনা সংক্রমণের ব্যাপারে প্রচলিত একটি ধারনা হচ্ছে শিশুদের সংক্রমিত হবার সম্ভাবনা কম। কিন্তু এসব ধারণাকে ভুল প্রমাণ করে ও পূর্বের সকল রেকর্ড ভেঙে দেশের বিভিন্ন এলাকায় নবজাতক শিশুসহ বিভিন্ন বয়সের শিশুরা করোনার ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হচ্ছে এবং আক্রান্ত শিশুর সংখ্যা উদ্বেগজনক বৃদ্ধি পাচ্ছে। এসকল শিশু পরিবারের অন্যান্য সংক্রমিত ব্যক্তিদের মাধ্যমে করোনায় সংক্রমিত হচ্ছে।

এই মহাদুর্যোগকালে শিশুদের প্রতি সতর্ক দৃষ্টি রাখতে হবে, বাড়ির বাইরে বের হওয়া থেকে তাদের বিরত রাখতে হবে এবং স্বাস্থ্যবিধি মানতে সাহায্য করতে হবে। বিশেষ করে যেসব পরিবারে করোনা সংক্রমিত ব্যক্তি আছেন, সেখানে শিশুদের অতি সাবধানে রাখতে হবে। এসময়ে কোনো শিশুর ঠাণ্ডাজাতীয় রোগ অথবা জ্বর-কাঁশির মতো উপসর্গ থাকলে দ্রুত করোনা টেস্ট করাতে হবে। কারণ শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম। ফলে করোনায় আক্রান্ত হওয়ার পর দীর্ঘসময় চিকিৎসাবিহীন থেকে গেলে মৃত্যুঝুঁকিতে পড়তে পারে আমাদের আদরের শিশু সন্তান।

আসুন করোনা মহামারিকালে শিশুদের প্রতি সতর্ক দৃষ্টি রাখি

সকল শিশুকে করোনা সংক্রমণ থেকে রক্ষা করি

প্রচারে: জেলা তথ্য অফিস, রাজশাহী ও রেডিও পদ্মা ৯৯.২ এফএম

সহযোগিতায়: ইউনিসেফ

CCD Bangladesh © 2025 All Rights Reserved.