Sunday, 8 September 2024

Mobile Journalism Training

আপনি কি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে স্নাতক পড়য়া যুব নারী?

অথবা স্নাতক শেষ করেছেন এমন একজন নারী?

আপনি কোন ক্রিয়েটিভ কাজ করার কথা ভাবছেন?

অথবা ভাবছেন আপনার কন্ঠ কিভাবে ছড়িয়ে পড়বে দেশের গন্ডি ছাড়িয়ে বিশ্ব অঙ্গনে।

তবে আপনাকে খুঁজছে রেডিও পদ্মা ৯৯.২এফএম।

আপনার হাতে কি রয়েছে একটি স্মার্ট ফোন?

আপনার স্মার্ট ফোন দিয়ে ভিডিও স্টোরি, রিপোর্ট, ফিচার, ডকুমেন্টারি তৈরী করে গোটা বাংলাদেশকে দেখিয়ে দিতে চান আপনার সক্ষমতা?

আপনি হয়ে হয়ে উঠতে চান একজন দক্ষ মোবাইল জার্নালিষ্ট?

অথবা দক্ষ মোবাইল কনটেন্ট নির্মাতা?

আপনাকে প্রশিক্ষণ দিয়ে দক্ষ মোবাইল জার্নালিষ্ট এবং মোবাইল কনটেন্ট নির্মাতা হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের।

রেজিস্ট্রেশন শেষ তারিখ: ২৫ মার্চ ২০২১

রেজিস্ট্রেশন করতে ক্লিক করুন: https://forms.gle/NJnEpPFmgUJtYWpN8

CCD Bangladesh © 2024 All Rights Reserved.