Tuesday, 12 August 2025

মাননীয় সিটি মেয়র “জরুরী তহবিল” গঠন করুন


দেশের এই ক্রান্তিকালে রাজশাহী মহানগরীর নিম্ন আয়ের মানুষদের ১০ কেজি চাল ও ৫০০ গ্রাম ডাল দিয়ে সহায়তার শুরু করায় রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব এ. এইচ. এম. খায়ারুজ্জামান লিটন’কে জানায় আন্তরিক কৃতজ্ঞতা।

আমরা জানি সিটি কর্পোরেশনের আর্থিক সীমাবদ্ধতা আছে। তাই দেশের এই মহাদূর্যোগকালে রাজশাহীর নিম্ন আয়ের ও প্রান্তিক জনগোষ্ঠীকে দীর্ঘমেয়াদী সাহায্য সহযোগিতা অব্যাহত রাখার স্বার্থে জনাব লিটনের এই মহতী উদ্যোগকে সফল করার দায়িত্ব আমাদের সকলের।

এই উদ্যোগকে সফল করার জন্য মাননীয় মেয়রের নেতৃত্বে অবিলম্বে একটি “জরুরী তহবিল” গঠনের আহ্বান জানাচ্ছি। রাজশাহীর সকল সরকারী চাকুরীজীবি, কর্পোরেট প্রতিষ্ঠান, প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও বিত্তবান মানুষ এই “জরুরী তহবিল”-এর জন্য আর্থিক ও খাদ্যসামগ্রী দিয়ে সহযোগিতা করতে পারেন।

মাননীয় মেয়রকে অনুরোধ করবো আপনি দ্রুত এই “জরুরী তহবিল” গঠনের উদ্যোগ নিন। আমার বিশ্বাস আপনার এই উদ্যোগ অন্যদের নিকট অনুকরণীয় ও মডেল হয়ে উঠবে। সামনের দিনগুলোতে করোনা ভাইরাস মহামারীতে রূপ নিলে এই “জরুরী তহবিল” থেকে অসহায় মানুষদের আপনার নেতৃত্বে দ্রুত সহায়তা দেয়া সম্ভব হবে।

যত বড়ই দূর্যোগ আসুক না কেন আমরা আপনার পাশে আছি সাথে আছি প্রতিটি ক্ষণ।

CCD Bangladesh © 2025 All Rights Reserved.