Friday, 1 December 2023

অর্থের অভাবে বিনা চিকিৎসা মারা গেলেন ফটো সাংবাদিক রেহেনা আকতার

মিস রেহেনা আকতার। ছিলেন দেশের ঐতিহ্যবাহী পত্রিকা দৈনিক ইত্তেফাক-এর ফটো সাংবাদিক। একজন নারী হয়েও তিনি পেশাগত কাজের জন্য এক সময় দাপিয়ে বেড়িয়েছেন ঢাকার রাজপথ।

ক্যামেরায় ক্লিক করে তুলে আনতেন সংবাদযোগ্য গুরুত্বপূর্ণ সব ছবি। প্রায়ই দৈনিক ইত্তেফাক-এর প্রথম ও শেষের পাতায় ঠাঁয় পেত তাঁর তোলা গুরুত্বপূর্ণ সব ছবি। তাঁর তোলা ছবি কথা বলতো আমাদের সমাজ, রাজনীতি ও রাষ্ট্রের বিভিন্ন অনিয়ম ও অসঙ্গতির।

এই দাপুটে ফটো সাংবাদিক অর্থের অভাবে বিনা চিকিৎসা অত্যন্ত করুণভাবে এই পৃথিবী ছেড়ে গেছেন।

কিন্ত তাঁর অর্থ সংকট মেটাতে কিংবা চিকিৎসা সেবায় সহযোগিতা যোগাতে এগিয়ে আসেনি তাঁর পত্রিকা কর্তৃপক্ষ কিংবা কোন সাংবাদিক সংগঠন।

হয়তো বাংলাদেশের হাজারো সাংবাদিকের ভিড়ে তাঁর নাম খুব শিঘ্রই হারিয়ে যাবে। কিন্ত তাঁর অসহায় শিশু সন্তানের দেখার দায়ভার কে নিবেন? এটাই এখন দেখার বিষয়।

গণমাধ্যম ও সাংবাদিকতা উন্নয়ন বিষয়ক জ্ঞানচর্চা কেন্দ্র সিসিডি বাংলাদেশ, রেডিও পদ্মা ৯৯.২এফএম এবং পদ্মানিউজ.কম-এর পক্ষ থেকে মরহুম রেহেনা আকতার-এর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হচ্ছে।

আমরা তাঁর রুহের শান্তি কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

CCD Bangladesh © 2023 All Rights Reserved.