Sunday, 10 August 2025

একই দেশে দুই নিয়ম- এটা কেমন করে চলতে পারে!

করোনা মহামারীকালেও বাংলাদেশের বিভিন্ন আদালত মারাত্বকসব অপরাধের সাথে সম্পৃক্তদের জামিন দিচ্ছে এবং কারাগার থেকে মুক্তি দেয়া হচ্ছে।

অথচ ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতারকৃতরা কেউ কিন্তু দাগী আসামী কিংবা মারাত্বক অপরাধের সাথে সম্পৃক্ত নয়।

তারপরেও তাদের জামিনের আবেদন বারবার অগ্রাহ্য করা হচ্ছে। একই দেশে দুই নিয়ম- এটা কেমন করে চলতে পারে!

ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতারকৃত সাংবাদিক কাজলসহ সকলের মুক্তি চাই।

CCD Bangladesh © 2025 All Rights Reserved.