শুরু হলো সাংবাদিকদের অংশগ্রহণে দুদিন ব্যপী ট্রেইনিং অফ ট্রেইনারস (টট) ফর জার্নালিস্টস অন ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ । ইউরোপীয়ন ইউনিয়নের অর্থায়নে ইন্টারনিউজের সহযোগিতায় সেন্টার ফর কমিউনিকেশন এন্ড ডেভলপমেন্ট সিসিডি বাংলাদেশ প্রশিক্ষণটি বাস্তবায়ন করছে।
কর্মশালায় ফ্যাক্ট চেকিং নিয়ে মুক্ত আলোচনার পাশাপাশি প্রযুক্তিগত দিক গুলো তুলে ধরা হয়। মিথ্যা সংবাদ অনুসন্ধান, ভিডিও ভেরিফিকেশন,অডভান্স সার্চিং,ওয়েব সাইট ভেরিফিকেশনের মতো বিষয় গুলোতে ধারণা লাভ করতে সক্ষম হয় অংশগ্রহণকারীরা।
অংশগ্রহণকারী ২৪ জন সাংবাদিক শুধু নিজেরাই নন তাদের লব্ধ ধারণা ছড়িয়ে দিবেন সহকর্মীদের মাঝে। এমন কর্মশালার মধ্য দিয়ে তৈরি হচ্ছে ফ্যাক্ট চেকিং নেটওয়ার্ক। মিথ্যা সংবাদ প্রচার রোধে সমগ্র বাংলাদেশ জুড়ে সম্মিলিত ভাবে কাজ করবে এই নেটওয়ার্ক গুলো।