Tuesday, 8 October 2024

বৈচিত্রে সম্প্রীতি-পর্ব ১০

নানা ধর্ম, বর্ণ, ও সাংস্কৃতিক বৈচিত্রময় আমাদের বাংলাদেশ। এই বৈচিত্রময় জনগোষ্ঠীর মধ্যে সহনশীলতা ও সম্প্রীতি প্রতিষ্ঠায় রেডিও পদ্মা ৯৯.২ এফএম-এ প্রচারিত হচ্ছে বিশেষ ইন্টারএ্যাকটিভ লাইভ টক শো ।

আজকের অনুষ্ঠানে হিজড়া জনগোষ্ঠীর পাঁচজন তরুণী অংশ নিয়ে তুলে ধরেন তাদের সাংস্কৃতিক ঐতিহ্য, প্রথা ও রীতি-নীতি।


অনুষ্ঠানটি প্রচারে সহযোগিতা করছে ডাইভারসিটি ফর পিস (D4P), ইউএনডিপি বাংলাদেশ এবং সিসিডি বাংলাদেশ

CCD Bangladesh © 2024 All Rights Reserved.