অতি বন্যা, খরা ও নদী ভাংগন প্রবণ এলাকা হচ্ছে রাজশাহীর বাঘার চররাজাপুর। এখানে নেই কোনো হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্র। একমাত্র কমিউনিটি ক্লিনিকটিও বিলিন হয়েছে নদী গর্ভে। এর ফলে এ এলাকার কিশোরী ও নারীরা পাচ্ছেন না কোনো প্রজনন স্বাস্থ্যজনিত নানা রোগের চিকিৎসা।