Wednesday, 17 April 2024

চর ছাড়ছে পুরুষরা!

জলবায়ু পরিবর্তনের ফলে অতি বন্যা, খরা ও নদী ভাংগনে জরজরিত হচ্ছে চাঁপাই নবাবগঞ্জের চরবাগডাঙ্গার মানুষেরা। এর ফরে স্ত্রী ও পরিবারের সদস্যদের ফেলে পুরুষরা পারি দিচ্ছে শহরে। ফলে নারীদের পরতে হচ্ছে চরম বেকায়দায়। সংসার চালাতে খেতে হচ্ছে হিমসিম।

CCD Bangladesh © 2024 All Rights Reserved.