Wednesday, 11 September 2024

মোবাইল সাংবাদিক হিসেবে প্রস্তুত হচ্ছেন এক ঝাঁক নারী

রেডিও পদ্মা ৯৯.২ এফএম ও সিসিডি বাংলাদেশ আয়োজন করে নারীদের দক্ষতা বৃদ্ধিতে মোবাইল জার্নালিজম বিষয়ক বেশ কিছু কর্মশালা। উক্ত কর্মশালায় অংশ নেন রাজশাহীর একদল নারী।

ওরথ-এর সহযোগিতায় উক্ত কর্মশালায় অংশ নেয়া নারীদের মধ্যে একজন অংশগ্রহণকারী নারী মল্লিকা নারী চৌধুরি বলেন, কাউনমাস্টার অ্যাপ (মোবাইল অ্যাপলিকেশন) দিয়ে প্রফেশনালভাবে একটা রিপোর্ট মোবাইলে এডিট করা যায় সেটা পুরোটাই শিখেছি। রিপোর্ট করা, গ্রুপে কাজ করা, ইন্টারভিউ নেয়াসহ অনেক কিছুই শেখানো হয়েছে।

অপর এক অংশগ্রহণকারী জান্নাতুল নাইম বলেন, বেসিক ইনফরমেশন যেগুলো জার্নালিজমের সেগুলো শিখেছি। আমরা প্যাকেজ করা শিখেছি। কিভাবে ইন্টারভিউ নিতে হয়, কিভাবে রিপোর্ট প্রস্তুত করতে হয় আর কিভাবে পুরো প্যাকেজটাকে জানাতে হয় আমরা সেগুলো শিখেছি।

অংশগ্রহণকারীদের মধ্যে জুয়ান্না টুডু বলেন, ওয়ার্কসপে আমরা ফটোগ্রাফির বিষয়ে শিখেছি। সাধারণ ফটোগ্রাফি আর মোবাইল সাংবাদিকতা ফটোগ্রাফি যে একদম আলাদা বিষয় এটা আমরা এই ওয়ার্কসপে শিখেছি।

CCD Bangladesh © 2024 All Rights Reserved.