Tuesday, 12 August 2025

মোবাইল সাংবাদিকতা নারীর চোখে নারীর সমস্যা দেখার সুযোগ করে দেবে

‘টেনিং অন বেসিক মোবাইল জার্নালিজম’ শেষে মতামত জানাতে গিয়ে সিসিডি বাংলাদেশের যুগ্ম-পরিচালক শাহানা পারভিন বলেন, আমরা বিভিন্ন সেকটরে কাজ করে যাচ্ছি, তবুও বাস্তবতা এটাই নারীরা মূলত বিভিন্ন কারণে প্রতিটি সেকটরে একটু হলেও পিছিয়ে আছে। আমরা চাই নারীরা নারীর জন্য বাঁচুক। নারীর জন্য, সমাজের জন্য, পরিবারের জন্য, দেশের জন্য কাজ করুক। আমাদের সমাজের অনেক নারীই পিছিয়ে আছে। তাদের কথা শোনার মত জায়গা নাই। তাদের কথা বলার মত জায়গা নাই। আমরা চাই একজন নারী নিজেকে দক্ষ প্রমাণিত করে সেই নারীদের কথা তুলে নিয়ে আসুক তাদের কাজের মধ্য দিয়ে।

‘টেনিং অন বেসিক মোবাইল জার্নালিজম’ শেষে মতামত জানাতে গিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যপক মশিহুর রহমান বলেন, দেশ যেভাবে এগিয়েছে, দেশের নারীদের অংশগ্রহণও বেড়েছে সকল ক্ষেত্রে। সাংবাদিকতা বা এই ধরণের আরো কাজ আগে ঝুঁকিপূর্ণ মনে করা হতো। কঠিন কাজগুলো আমরা যতটুকু দেখে এসেছি যে সেটা পুরুষদের কাজ বলেই বিবেচনা করা হতো। সে কারণে নারীদের নিজের থেকে বা পরিবারের পক্ষ থেকেও এই কাজগুলোতে উৎসাহিত করে নি। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে এসব পেশাতে নারীর অনেক বেশি আগ্রহি হয়ে উঠছে। এবং দেশব্যাপি তারা বিভিন্ন মিডিয়াতে তাদের অংশগ্রহণ নিশ্চিত করছে এবং যোগ্যতার স্বাক্ষরও রাখছে।

বিস্তারিত ভিডিওতে দেখুন:

CCD Bangladesh © 2025 All Rights Reserved.