Wednesday, 29 May 2024

করোনা দূর্যোগ চলাকালীন সময়ে বিদ্যালয় পুনরায় খোলা প্রসঙ্গে আলোচনা ও পরামর্শ

আপনারা দেখছেন করোনা ভাইরাস সম্পর্কে জনসচেতনতা সৃষ্টিতে বিশেষ ফোনো লাইভ অনুষ্ঠান ”জানা থাকলে জান বাঁচে”।

আজকের বিষয় “করোনা দূর্যোগ চলাকালীন সময়ে বিদ্যালয় পুনরায় খোলা প্রসঙ্গে আলোচনা ও পরামর্শ”।

আজ স্টুডিওতে উপস্থিত আছেনঃ
১. মোঃ খলিলুর রহমান, সহকারী শিক্ষক, ইসলাম শিক্ষা, শিক্ষাবোর্ড মডেল স্কুল এন্ড কলেজ
২. বেগম নাজমুন নাহার, প্রভাষক, ইংরেজী বিভাগ, বঙ্গবন্ধু ডিগ্রী কলেজ (অভিভাবক)
৩. আবু তালেব, উপ পরিচালক, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (অভিভাবক)

এছাড়াও ফোন-ইন এ যুক্ত হবেনঃ
১. মোঃ নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক, রাজস্ব, রাজশাহী
২. কামাল হোসেন, আঞ্চলিক পরিচালক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, রাজশাহী
৩. মোঃ সাইফুল ইসলাম, শিক্ষা অফিসার, বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিস, রাজশাহী

অনুষ্ঠানটি প্রযোজনা করছে রেডিও পদ্মা ৯৯.২ এফএম ও সিসিডি বাংলাদেশ। প্রচারে সহযোগিতা করছে জাপান সরকার ও ইউনিসেফ।

CCD Bangladesh © 2024 All Rights Reserved.