Sunday, 10 August 2025

করোনা সংক্রমণের কারণ ও সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ

আপনি শুনছেন ও দেখছেন করোনা ভাইরাস বিষয়ক রেডিও সারাবেলার বিশেষ ফোনো-লাইভ অনুষ্ঠান- জানা থাকলে জান বাঁচে।

আজকের বিষয়ঃ করোনা সংক্রমণের কারণ ও সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ। অনুষ্ঠানটি সম্পর্কে আপনার প্রশ্ন ও মতামত জানাতে ফোন করুন-০১৭১৩৪৮৪৪৭৪ নম্বরে।

অতিথি হিসেবে স্টুডিওতে উপস্থিত আছেন-
১. এবিএম আবু হানিফ, সিভিল সার্জন, গাইবান্ধা।
২. মোঃ আলমগীর কবির, এডিসি, গাইবান্ধা।

এছাড়া ফোন কলে যুক্ত থাকবেন
১. শাহ সরোয়ার কবির, চেয়ারম্যান, গাইবান্ধা সদর উপজেলা পরিষদ

উপস্থাপকঃ মাহফুজ ফারুক।

অনুষ্ঠানটি প্রচারে সহযোগিতা করছে ইউনিসেফ ও সিসিডি বাংলাদেশ।

CCD Bangladesh © 2025 All Rights Reserved.