Thursday, 28 September 2023

অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়াও বাংলাদেশ- রংপুর চ্যাপ্টার

যুগ যুগ ধরে শত বাধার সম্মুখীন হয়েও নারীরা যেভাবে নিজেদের ইচ্ছাশক্তি, মেধা ও মনন দিয়ে এই বাধা অতিক্রম করে সামনে এগিয়ে যাচ্ছে, তা বিশ্ববাসীর সামনে তুলে ধরার উদ্দ্যেশেই জুড কেলি CBE, ২০১০ সালে প্রথমবারের মত চালু করেছিলেন WOW Festival, যেখানে নারীদের প্রাপ্তিগুলোকে সবার সামনে তুলে ধরা এবং নারীদের প্রতি বৈষম্যভাব দূর করাই ছিলো মূল লক্ষ্য।

পৃথিবীর বিভিন্ন দেশের মতো বাংলাদেশের বিভিন্ন বিভাগীয় শহরেও এই আয়োজন হয়ে থাকে। এই বছর ব্রিটিশ কাউন্সিল, মঙ্গলদীপ ফাউন্ডেশন এবং সিসিডি বাংলাদেশ এর সহযোগিতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়াও বাংলাদেশ- রংপুর চ্যাপ্টার।

স্থান – বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, স্বাধীনতা স্মারক মাঠ
সময় – দুপুর ৩:০০ – সন্ধ্যা ৮:০০ টা
তারিখ – বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২

উন্নতির শিখর ছোঁয়া এই নারীদের সফলতার পেছনের গল্পগুলোর সাক্ষী হতে এবং ইভেন্টটি সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ইভেন্ট পেইজটি – https://fb.me/e/4DXtIOni7

এই আয়োজনে যোগ দিতে ফ্রি রেজিস্ট্রেশন করুন- https://mongoldeep.org/WOW-registration/

CCD Bangladesh © 2023 All Rights Reserved.