Friday, 29 November 2024

আমি আমাকে রক্ষা করতে পারি

এবারের সিলেট চ্যাপ্টারে আমরা আমাদের আমন্ত্রিত অতিথিদের জন্য দুটি ভিন্ন বিষয়ের ওয়ার্কশপ এর আয়োজন করেছি।

উইমেন ইন ই-কমার্স ট্রাস্টের সুলতানা পারভীন ও আয়শা আক্তার এর সহায়তায় ‘উইমেন ইন ই-কমার্স ‘ শীর্ষক কর্মশালায় তুলে ধরা হবে কীভাবে ই-কমার্স সেক্টরে নারী উদ্যোক্তারা সফলতা পেতে পারেন।

‘আমি আমাকে রক্ষা করতে পারি’ শীর্ষক কর্মশালায় ক্রাব মাগা সম্পর্কে সরাসরি ট্রেনিং প্রদান করা হবে। এই প্রশিক্ষণ আপনাকে অনেকগুলো কৌশল শেখাবে যার মাধ্যমে আপনি নিজেকে এবং আপনার প্রিয়জনকে বিপদ থেকে রক্ষা করতে পারবেন। আমাদের সামাজিক প্রেক্ষাপটে নারীদের আত্মরক্ষার কৌশল জানাটা সবচেয়ে জরুরি।

নারীদের প্রাপ্তিগুলো সবার সামনে তুলে ধরতে এবং নারীদের প্রতি বৈষম্যমূলক ভাবনা সম্পর্কে সবাইকে সচেতন করতে ব্রিটিশ কাউন্সিল, মঙ্গলদীপ ফাউন্ডেশন এবং সি সি ডি বাংলাদেশ এর সহযোগিতায় আগামী ১৯ মে ২০২২, সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে WOW বাংলাদেশ – সিলেট চ্যাপ্টার।

ইভেন্টটি সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ইভেন্ট পেইজটি ভিজিট করুন :
https://fb.me/e/1ADS83xUs

এই আয়োজনে যোগদান করতে এই লিংকে গিয়ে নিবন্ধন করুন- https://mongoldeep.org/WOW-registration/

CCD Bangladesh © 2024 All Rights Reserved.