Saturday, 9 August 2025

ওয়াও বাংলাদেশ -চট্টগ্রাম চ্যাম্পারে মেলা

ওয়াও – উইমেন অফ দা ওয়ার্ল্ড এমন একটি উৎসব যা নারীদের প্রাপ্তিগুলোকে উদযাপন করে এবং বিশ্বজুড়ে তারা যে বাধার সম্মুখীন হয় তা সবার সামনে তুলে ধরে। ২০১০ সালে জুড কেলি, সি বি ই, প্রথমবারের মত চালু করেছিলেন WOW Festival. শত বাধা পেরিয়ে নারীরা উড়ছেন মুক্ত পাখির মত। যেন সামনের দিনগুলোয় এই নারীরাই আরও হাজারো দুর্জয় প্রাণের নারীদের পথচলার অনুপ্রেরণা হয়ে দাঁড়াতে পারেন তাই ব্রিটিশ কাউন্সিল, মঙ্গলদীপ ফাউন্ডেশন এবং সি সি ডি বাংলাদেশ এর সহযোগীতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়াও বাংলাদেশ – চট্টগ্রাম চ্যাপ্টার।

এই উৎসবে স্বল্প পরিসরের একটি মেলা আয়োজন করা হচ্ছে যেখানে নারী উদ্যোক্তারা তাদের পণ্য প্রদর্শন ও বিক্রি করবে। মেলায় থাকবে নিম্নলিখিত কিছু স্টল –

১। ফিউশন মার্ট বাই জেকুলিয়া
২। কৃষ্টি বুটিক
৩। মাইয়ান
৪। তারেঙ
৫। সানজি নকশি ঘর
৬। ব্রাইট বাংলাদেশ ফোরাম
৭। আড়ত
৮। ফুড ক্লাব বাই ফৌজিয়া
৯। পিজোর
১০। ফ্লেভারোলজী

CCD Bangladesh © 2025 All Rights Reserved.