উন্নয়নের অগ্রযাত্রায় নারীরা পিছিয়ে নেই। আর এই নারী উন্নয়নকে আরো শক্তিশালী করার লক্ষ্যে ২০১০ সালে জুড কেলি, সি বি ই, প্রথমবারের মত চালু করেছিলেন WOW Festival. হাজারো নারীর জীবনে প্রেরণা যোগাতে তাই ব্রিটিশ কাউন্সিল, মঙ্গলদীপ ফাউন্ডেশন এবং সি সি ডি বাংলাদেশ এর সহযোগিতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়াও বাংলাদেশ– রাজশাহী চ্যাপ্টার।
আর এবারের ওয়াও বাংলাদেশ-রাজশাহী চ্যাপ্টারে বিশেষ কন্সার্টে থাকছেন চ্যানেল আই সেরাকন্ঠ বিজয়ী রাজশাহী কন্যা মৌমিতা তাশরিন নদী। সুরের মায়া ও মুগ্ধতা ছড়িয়ে দিতে নদী আসছেন বৃহস্পতিবার ২৮ জুলাই। দেখতে হলে আপনিও চলে আসুন রাজশাহী কলেজের মাঠে সন্ধ্যা ৭ টায়।
ইভেন্টটি সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ইভেন্ট পেইজটি ভিজিট করুন- https://fb.me/e/233uYY38T
এই আয়োজনে যোগদান করতে ফ্রি নিবন্ধন করুন- https://mongoldeep.org/WOW-registration/